43, Joarder Rd, Kushtia City +880 9696 626699 +880 1919 626699 [email protected]

Career

Home Career
Career

Career with NSP

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম: টেকনিক্যাল মার্কেটিং এক্সিকিউটিভ (এসএমই ও কর্পোরেট)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (সমমান), এইচএসসি (সমমান), বিএ-অনার্স (সমমান) পাস অথবা চলমান।

অভিজ্ঞতা: মার্কেটিংয়ে সর্বনিম্ন এক বছর এর অভিজ্ঞতা থাকতে হবে।

পদসংখ্যা: ২ টি

বয়স: সর্বনিম্ন ২২ বছর

চাকরির ধরন: ফুল টাইম

মার্কেটিং কর্মস্থান: কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ

বেতন: অভিজ্ঞতা এবং আলোচনা সাপেক্ষে (মাসিক)

দায়িত্ব ও কর্তব্য: সরাসরি মাঠ পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যাবসায়ীদের নিকট ভিজিট করতে হবে। পরিদর্শন শেষে নিয়মিত ফলো-আপের মাধ্যমে বিদ্যমান এবং সম্ভাব্য ব্যাবসায়ীদের কে এনএসপিতে যুক্ত করা। এনএসপি এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশক্রমে যে কোনো দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত থাকা। এনএসপি এর কর্মকর্তা / কর্মচারীগণের জরুরি ও গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজে প্রয়োজনীয় সহায়তা করা। মার্কেট পরিস্থিতির উপর ভিত্তি করে নতুন নতুন সেলস ও মার্কেটিং আইডিয়া বের করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে তথা উদ্ভাবনী দক্ষতা থাকতে হবে। ডকুমেন্টেশন ও রিপোর্টিং এবং সেলস ফোরকাস্টিং দক্ষতা থাকতে হবে। দৈনিক, সাপ্তাহিক ও মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা। কম্পিউটারে অফিস এর বিভিন্ন সেলস ও মার্কেটিং রিলেটেড বিষয়ে কাজ করতে হবে। সর্বোপরি, কোম্পানির স্বার্থ রক্ষা করে ব্যবসায়ীগণের সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে তাদের সাথে ভালো ও দীর্ঘস্থায়ী সম্পর্ক অর্জনের সক্ষমতা থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: স্মার্টফোন ও ল্যাপটপ কম্পিউটার থাকতে হবে। নিজস্ব মোটরবাইক ও মোটরবাইক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটরবাইক ড্রাইভিং এ কমপক্ষে ৫ বছরের দক্ষতা থাকতে হবে। প্রতিদিন ১০০ থেকে ১৫০ কি.মি. মোটরবাইক ড্রাইভিং এর সক্ষমতা থাকতে হবে। পরিশ্রমী, দক্ষ ও সৎ হতে হবে। বিক্রয় ও প্রচারণা বিষয়ে অভিজ্ঞ হতে হবে। কথাবার্তায় চটপটে এবং উপস্থাপনায় ও নেগোশিয়েশনে দক্ষ হতে হবে। কাজের নির্ধারিত এরিয়া সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। ইউনিয়ন পর্যায়ে পরিদর্শন করে কাজ করার মন-মানসিকতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই কম্পিউটার অফিস এপ্লিকেশন Ms Word, Ms Excel ও Google Docs, Google Sheet, Google Mail, Google Meet, Google Drive, Whatsapp Communication এর উপর বিশদভাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা এবং ইংরেজি টাইপিংএ পারদর্শী হতে হবে। ইন্টারনেট এর ব্যাবহার, বহিবিশ্বের আপডেট প্রযুক্তি সম্পর্কে এবং গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের লোকাল ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যাবসা ও ব্যাবসায়ীদের সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। ব্রডব্যান্ড ইন্টারনেট সংশ্লিষ্ঠ কোম্পানিতে কাজ করলে অগ্রাধিকার পাবে।

শিথিলযোগ্য: ব্রডব্যান্ড ইন্টারনেট সংশ্লিষ্ঠ কোম্পানিতে সেলস ও মার্কেটিং কাজ করার অভিজ্ঞতা অথবা ব্রডব্যান্ড ইন্টারনেট সংশ্লিষ্ঠ কোম্পানিতে কম্পিউটার নেটওয়ার্ক ও ডিজিটাল সার্ভিস নিয়ে কাজে করা প্রার্থীদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

সুবিধা সমূহ: দৈনিক ভাতা- ভ্রমন ভাতা (টিএ,ডিএ), দুই ঈদে বোনাস, সাপ্তাহিক ছুটি, ইন্টারনেট বিল, মোবাইল বিল, যাতায়াত ও চিকিৎসা ভাতা, পারফরম্যান্সের ভিত্তিতে বাৎসরিক বেতন বৃদ্ধি ও প্রমোশন এর ব্যবস্থা ইত্যাদি।

আমরা মূলত নেটওয়ার্ক ও ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করি। নেটওয়ার্ক ও ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করা ও শেখার জন্য এবং হ্যান্ডসাম উপার্যনের কর্মক্ষেত্রে তৌরি করতে সকল প্রকার ছাড় দিতে রাজি কেবল তারাই আমাদের টিমে যুক্ত হতে পারেন। যারা এনএসপি এর কার্যক্রমে এ একজন নিবেদিত কর্মি হিসাবে যোগদান করতে চান তারা আগামী 31-01-2025 ইং তারিখের মধ্যে [email protected] এই ইমেইলে বিডিজবস ডট কম হতে তৌরিকৃত ডিজিটাল ফরমেটে সিভি ও স্পষ্ট ছবি পাঠান ।



নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার (এনএসপি)

৪৩, জোয়ার্দার রোড, থানাপাড়া, কুষ্টিয়া।

Mail: [email protected]

Web: www.nspbd.net

Get In Touch

43, Joarder Rd, Kushtia City

+880 1919 626699

Copyright © 2024 - Network Service Provider (NSP) - All Rights Reserved. Designed & Developed by NSP